ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলের, হুতিদের নিয়ে কড়া বার্তা
মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। ইরানের মতো এবার ইয়েমেনকেও হামলার হুমকি দিল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হতে পারে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনী প্রতিহত করার পর এই হুমকি আসে। প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, হুথিদের সঙ্গে ইরানের মতোই আচরণ করা হবে।
তিনি আরও বলেন, “তেহরানে আমরা সাপের মাথায় আঘাত করেছি, এবার হুথিদের ওপরও এমন হামলা হবে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের হাত কেটে ফেলা হবে।”
এদিকে হুথি পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে ১৩ জুন, ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালায়। ওই হামলায় দেশটির সামরিক কর্মকর্তাসহ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ প্রাণ হারায়। এরপর যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
ইরান এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল এবং কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। আন্তর্জাতিক মহলে এই ঘটনাগুলো জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
সবশেষে, ২৪ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির ঘোষণা দেন।
