সংঘাত থামার পরও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি আর কথার লড়াই। আয়াতুল্লাহ আলী খামেনীর বিজয়ী হওয়ার দাবি করায় তার করা সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সব তৎপরতা বন্ধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সর্বোচ্চ নেতাকে যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এমনকি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগুজি ট্রাম্পকে সম্বোধন করেছেন ইসরাইলের ডারি হিসেবে।
ইরান ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর যখন যুদ্ধ ভয়াবহ রূপ নেয়ার দ্বারপ্রান্তে তখনই আসে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা। 12 দিনের লড়াইয়ে তেলাবিব, তেহরান উভয়ই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে। যুদ্ধ থামার পর এখন চলছে বিজয় ঘোষণার পাল্টাপাল্টি দাবি।
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র তিন দেশী নিজেদের বিজয়ী বলছে। সবশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। দাবি করেন তেহরান সজরে চড় মেরেছে ওয়াশিংটনকে।
খামেনীর বক্তব্য মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প। ট্রুথ সোশালে দেয়া বার্তায় মিথ্যাবাদী বলেছেন খামেনীকে। ট্রাম্পের দাবি শুধুমাত্র তার কারণেই খামেনী কুচ্চিত ও ঘৃন্ন মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।
ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া যে প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতার বক্তব্যের পর তা বন্ধ করে দিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
পরে সংবাদ সম্মেলনেও খামেনর সমালোচনা করেন ট্রাম্প। আমি আয়াতুল্লাহর বক্তব্যের জবাব দিতে চাই। তিনি নিজেদের যুদ্ধে বিজয়ী দাবি করেছেন। আমি বলতে চাই আপনি এমন একজন মানুষ যিনি নিজ দেশে অত্যন্ত সম্মানিত।
আপনার সত্য বলা উচিত। ইরান ও ইসরাইল দুই দেশই ব্যাপক লড়াই করছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়ে সোশ্যাল হ্যান্ডেল এক্সে পাল্টা পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি চাইলে ইরানের সর্বোচ্চ নেতাকে সম্মান করতে হবে।
আরেক দাবি ইরানের কাছে বিপর্যস্ত হয়ে ইসরাইলি তাদের ড্যাডি ট্রাম্পের কাছে ছুটে যেতে বাধ্য হয়েছে। এদিকে ইরান আবারো উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মারুফ আল্লাম বিভিবি নিউজ
