ঘুমের ঔষধ খেয়ে আত্যহত্যার চেষ্টা- হিরো আলমের

 


একটু পিছে  আশরাফুল আলম সাহেব যিনি অধিক পরিচিত হিরো আলম নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত একমুখ তবে হঠাৎ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি জানা যায় গত 26 জুন বগুড়া ধনুট উপজেলার ভান্ডারবাড়ী গ্রামে পালব বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান হিরো আলম সেখানে বন্ধুর সঙ্গে নিজের সম্পর্কে অতীতের নানান প্রসঙ্গ আলাপকালে প্রাক্তন স্ত্রী রিয়ার কথা উঠে আসে এবং আক্ষেপ করেন আমাকে ব্যবহার করে সবাই কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়। এরপর তারাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে ছুড়ে ফেলে দেয়। আত্মহত্যা চেষ্টার আগে বন্ধুকে কথাগুলো


বলেছিলেন আলোচিত সমালোচিত এক কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত রাত তিনটা সড়ে তিনটার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে। তখন উঠে দেখি যে আলম দেখলাম যে রাতে কেন তুমি এখানে? আসো বসে কথা। তো ভিতরে নিয়ে যায় কিছুক্ষণ কথা হলো যে বলল যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয় আমার কাছে অনেকেই আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে বিশেষ করে রিয়ামনিকে আমি প্রচন্ড এখনো ভালোবাসি রিয়ামনি তারপর প্রচন্ড কষ্ট নিয়ে আমার কথাগুলো বলল যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক


আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমা ঘুমাও সকালে কথা বলব তুমি খেয়ে নাও আগে বললাম না আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না পরে আমি আমার দোতলা পড়ে ঘুমাইতে দিছি সকালে উঠে যাইয়া দেখি শুয়ে আছে তো আমি ডাক দেই খালি জ্ঞান জ্ঞান জ্ঞান কেন কথা বলে ওভাবে কথা বলে না পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে সেটা পড়ে আসে নিচে পরে আমি দ্রুত আমাদের ধনট হাসপাতালে নিয়ে আসি সেখান থেকে আবারই জিওন মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসে এদিকে খবর পেয়ে ঢাকা থেকে প্রাক্তন স্ত্রী রিয়ামনি ও প্রাক্তন প্রেমিকা মিথিলা উভয়ই ছুটে আসেন পরে শুক্রবার


বিকেলে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ছাড়পত্র নিয়ে হিরো আলমকে বাড়িতে নিয়ে যান। তবে এই সময় কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। [মিউজিক] চিকিৎসক জানিয়েছেন হিরো আলম বর্তমানে সংখ্যামুক্ত আছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন