আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দেশের নিম্নলিখিত ৮ জেলায়—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট—দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়ার ঝুঁকি রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে “১ নম্বর সতর্ক সংকেত” দেখাতে বলা হয়েছে। একই সাথে এসব জেলার ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।
আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
